ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাকা চৌধুরীকে শুক্রবার রাতেই জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
সাকা চৌধুরীকে শুক্রবার রাতেই জিজ্ঞাসাবাদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।

সাকা চৌধুরীকে কোনো প্রকার নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি।

 

শুক্রবার বিকেলে তিনি বাংলানিউজকে বলেন,‘সাকা চৌধুরীকে মিন্টো রোড গোয়েন্দা সদর দপ্তর দক্ষিণের হাজত খানায় রাখা হয়েছে। তার ওপর নির্যাতনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে নি। ’

সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী অভিযোগ করে বলেন, ‘গ্রেপ্তারের পর আমার স্বামীকে নির্যাতন করা হয়েছে। ’

বিএনপির আন্দোলন ঘোষণা করতে গিয়ে শুক্রবার দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে সরকার সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নির্যাতন চালিয়েছে। ’

হরতালের আগেরর রাতে গাড়িতে আগুন দিয়ে ফারুক হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে বৃহস্পতিবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়।

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় তাকে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।