ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৭ হাজার মন পাট ছাই

ফজলে ইলাহী স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

কুড়িগ্রাম: কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি গুদামের প্রায় ৭ হাজার মন পাট পুড়ে গেছে।
 
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীরা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে কাঁঠালবাড়ী বাজারের পাশে বীর বাবুলের পাট গুদামে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়।

পরে পাশের গুদামে তা ছড়িয়ে পড়ে।

কুড়িগ্রাম ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে গুদাম মালিক বীর বাবুল আগুন লাগার কারণ জানাতে পারেননি। তবে তার ৭হাজার মন পাট পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সিরাজুল ইসলাম তরফদার বাংলানিউজকে জানান, পাটের গুদামে কোনও বৈদ্যুতিক সংযোগ ছিল না। শুক্রবার ভোর রাত পর্যন্ত শ্রমিকরা সেখানে কাজ করেছে।

তিনি বলেন, ‘বিড়ির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। য়তির পরিমান নিরূপনের কাজ চলছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।