ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চান্দিনা থেকে দাউদকান্দির যানজট কমতে শুরু করেছে

কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
চান্দিনা থেকে দাউদকান্দির যানজট কমতে শুরু করেছে

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা থেকে দাউদকান্দির টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার জুড়ে সৃষ্ট যানজট কমতে শুরু করেছে। বিকেল সাড়ে ৫টার দিকে যানজট কমতে শুরু করলেও এখনো ওই মহাসড়কে গাড়ির সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ সূত্র।



কুমিল্লা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার ধর বাংলানিউজকে মহাসড়কে যানজট কমে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যানজট কমতে শুরু করলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির সংখ্যা অন্য দিনের তুলনায় এখনো অনেক বেশি। যান চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক লাগবে। ’

উল্লেখ্য, অতিরিক্ত গাড়ির চাপে শুক্রবার ভোর ৫টায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টায় তা ভয়াবহ রূপ নেয় এবং বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পর্যন্ত যানজটের একই অবস্থা বিরাজ করে ওই মহাসড়েক। প্রায় ১২ ঘণ্টা দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হয় নারী ও শিশুসহ কয়েক হাজার যাত্রী।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসম্বের ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।