ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর তিন স্থানে অগ্নিকাণ্ড: এক শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

ঢাকা: রাজধানীতে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে এক শিশুর মর্মান্তিক মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার ঘটনাগুলো ঘটে ডেমরা, শ্যামপুর ও নয়াপল্টনে।



বৃহস্পতিবার সকাল এগারটার দিকে ডেমরার ভাঙ্গাব্রিজ এলাকার যমুনা ইন্সুলেশন কোম্পানি নামের একটি ফোম কারখানায় আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

ডেমরা ফায়ার সর্ভিস অফিসের স্টেশন অফিসার মো. শাহজাহান বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও করাখানার ভিতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে।

তিনি জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা না গেলেও এর পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা হতে পারে।

এদিকে, দুপুর ১২টার দিকে শ্যামপুরের আলীবহর এলাকায় একটি কাঁচা বসতঘরে আগুন লাগে। আগুনে শাওন নামের আড়াই বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।

ফায়ার সার্ভিসে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পরেনি।

অন্যদিকে পল্টনের তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারের ৫ তলায় অন্য একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আল নাসের হজ অফিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের স্টেশন অফিসার আব্দুল হালিম বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে বারোটার দিকে ৪ তোপখানা রোডের ১৬তলা ভবনের ৫ তলার হজ অফিসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে অফিসের ৪ টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, আসবাবপত্র ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।