ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

পাবনা: পাবনা পৌর এলাকার নয়নামতি পাটিকাবাড়ী মহল্লায় বৃহস্পতিবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বাড়ির ১৩টি ঘর ও গবাদিপশুসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে পাবনা ফায়ার সার্ভিস কার্যালয়ের ডিউটি অফিসার আনিসুর রহমান বাংলানিউজকে জানান, ‘বৃহস্পতিবার ভোর রাত ৫টার দিকে পৌর এলাকার নয়নামতি পাটিকাপাড়া মহল্লার ইসলাম প্রামাণিকের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে ইসলাম প্রামাণিকের ২টি ঘর, পার্শ¦বর্তী মালেক প্রামাণিকের ২টি ঘর, ২টি গরু ও ৪টি ছাগল, আসলাম আলীর ২টি ঘর, জহুরল ইসলামের ২টি ঘর এবং রিজিয়া বেগমের ১টি ঘরসহ মোট ১৩টি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ’

অগ্নিকাণ্ডে নগদ টাকা, ধান, গরু-ছাগল, বাড়ির বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad