ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে মাটি চাপায় নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ঝাউতলা বস্তিতে টিলা ধসে মাটিচাপা পড়ে আহত তিনজনের মধ্যে এক মহিলা মারা গেছেন। নিহত মহিলা হচ্ছেন আহত আব্দুল বারেকের স্ত্রী ময়না বেগম (৪০)।



বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রেলওয়ের মালিকানাধীন এলাকায় অবৈধভাবে টিলা কেটে সমান করার সময় এ ঘটনা ঘটে। এতে আহত হন ঝাউতলা বস্তির বাসিন্দা দিনমজুর মো.আব্দুল বারেক (৫৫), তার স্ত্রী ময়না বেগম (৪০) এবং মেয়ে মোছাম্মৎ রোখসানা (১৮)।

তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে নেওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে ময়না বেগমের মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম।

চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার ফরিদ আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে ঝাউতলা বস্তির পাশে স্ত্রী ও মেয়েকে নিয়ে রেলওয়ের টিলা কেটে সমান করে বস্তিঘরের আয়তন বাড়ানোর কাজ করছিল।
এসময় নীচের দিকে ভীত দুর্বল হয়ে পড়ায় টিলার মাটি ওপর থেকে তাদের ওপর চাপা পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।    

পরে তাদের চমেক হাসপাতালে নেওয়া হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫২০ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।