ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে ইভটিজারের ১০ মাস কারাদণ্ড

আসিফ ইকবাল কাজল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

ঝিনাইদহ: ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে রুবেল (২০) নামে এক ইভটিজারকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডিত রুবেল ঝিনাইদহ শহরের হামদহ পাড়ার আতিয়ার রহমানের ছেলে।



ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত বখাটে রুবেল প্রতিবেশী রীতা নামের এক স্কুলছাত্রীর কাছে প্রেম নিবেদন করে উত্যক্ত করে আসছিল।

তিনি জানান, মেয়েটি তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় রুবেল বুধবার রাত ১১টার দিকে ওই ছাত্রীর বাড়িতে চড়াও  হয়ে গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে বখাটে রুবেলকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেন বলে জানান ওসি ইকবাল বাহার।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।