ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইবিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৮

ইমামূল হাছান ভূঁইয়া, ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের কমপক্ষে ৮ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ইবি ছাত্রদল সভাপতি ওমর ফারুক।



প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ‘মুক্তবাংলায়’ পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ক্যাম্পাসে আসেন ছাত্রদল নেতাকর্মীরা।
 
পুষ্পস্তবক অর্পণের পর দোয়া অনুষ্ঠান শেষ হওয়ামাত্র ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগকর্মী ছাত্রদলকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে পালিয়ে যায়।

পরে ছাত্রদলকর্মীরা সংগঠিত হয়ে আবারো ক্যাম্পাসে ঢুকলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগকর্মীরা ৮ ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত করে।

আহতরা হলেন ইবি ছাত্রদল সভাপতি ওমর ফারুক, ছাত্রদলকর্মী রতন, নাজমুল, ফারুক, মুস্তাকিম, রাসেল, জুয়েল ও খায়ের। আহতদের বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে, ছাত্রলীগের হামলার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

এদিকে, ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন ইবি জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ড. মতিনুর রহমান।

ছাত্রদলের ওপর হামলায় ছাত্রলীগকে মদদ দেওয়ার অভিযোগে তিনি ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিনের পদত্যাগ দাবি করেন।

ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বাংলানিউজকে বলেন, ‘ছাত্রলীগ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছে। ’

ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, ‘ছাত্রদল ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করেছে মাত্র। ’

প্রক্টর ড. মাহবুবুল আরেফিন বাংলা নিউজকে বলেন, ‘ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হালকা বাকবিতণ্ডা হয়েছে। বিষয়টি আমি সমাধানের চেষ্টা চালাচ্ছি। ’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে করেছে। পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে। ’

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।