ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে স্মৃতিসৌধে ‘আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান’-এর কার্টুন প্রদর্শনী

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

সাভার স্মৃতিসৌধ থেকে: বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যতিক্রমী কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান’। একইসঙ্গে বিভিন্ন ব্যতিক্রমী স্লোগানের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান এ সংগঠনের সদস্যরা।



স্মৃতিসৌধে ফুল দিয়ে এক সমাবেশে সংগঠনের রামপুরা শাখার সভাপতি কাজী মশাররফ হোসেন বলেন, ‘সরকারকে ২০১১ সালের মধ্যে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে বলতে পারি, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। ’

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী নুরুন্নবী বলেন, ‘বিলম্বে হলেও  যুদ্ধপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। তবে চিহ্নিত যুদ্ধপরাধীরা কেউ যেন বিচারের বাইরে না থাকে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে সরকারকে। ’

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।