ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগ-বিএনপি ধাক্কাধাক্কি

জাকিয়া আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

জাতীয় স্মৃতিসৌধ থেকে: জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। পরে  নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।



প্রত্যক্ষর্শীরা জানান, সাভার থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলাল নেত্বেত্বে স্মৃতিসৌধে ফুল দিতে গেলে ছাত্রলীগের সভাপতি মাহামুদ হাছান রিপনের নেতৃত্বে কর্মীরা আগে যাওয়ার চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় ছাত্রলীগের এক কর্মী স্মৃতিসৌধের সামনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর উদ্দেশে উত্তেজিত স্বরে বলেন ‘ছাত্রলীগের সভাপতিকে আপনারা জায়গা করে দেন। ছাত্রলীগের সভাপতি আসছে। তার জায়গা চাই। ’

পরে সাভার থান বিএনপি ফুল দিয়ে চলে যাওয়ার পর ছাত্রলীগ শ্রদ্ধা নিবেদন করে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।