ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইন নিজের গতিতে চলবে: সাকাকে আটক প্রসঙ্গে আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

ঢাকা: বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার বা আটক করতে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে করা আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।

বুধবার সিরডাপ মিলনায়তনে অভিবাসী বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা  বলেন আইনমন্ত্রী।



রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) এবং মাইগ্রেন্ট ফোরাম ইন এশিয়া যৌথভাবে ‘১৯৯০ সালের অভিবাসী শ্রমিক বিষয়ক জাতিসংঘ কনভেশন অনুসমর্থন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকার চায় নাÑবিরোধীদের এমন দাবি নাকচ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘তাদের এ দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ’

তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ হবে। বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতেই বিচার শুরু করতে কিছুটা সময় নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।