ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভিবাসী শ্রমিক বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুসমর্থন করবে সরকার : আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
অভিবাসী শ্রমিক বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুসমর্থন করবে সরকার : আইনমন্ত্রী

ঢাকা: অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার ও মর্যাদা সুরক্ষায় শিগরিই এ বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুসমর্থন করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রীসভায় অনুমোদনের পরই এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার সিরডাপ মিলনায়তনে অভিবাসী বিষয়ক এক আলোচনা সভায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এ তথ্য জানান।

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) এবং মাইগ্রেন্ট ফোরাম ইন এশিয়ার যৌথ উদ্যোগে ‘১৯৯০ সালের অভিবাসী শ্রমিক বিষয়ক জাতিসংঘ কনভেশন অনুসমর্থন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, ‘এ কনভেনশন অনুসমর্থিত হলে এদেশের অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার ও মর্যাদা অধিকতর সুরক্ষিত হবে। এর পাশাপাশি এ দেশের শ্রমিকদের বিদেশে যাওয়ার পথ আরও সুগম হবে। ’  

তিনি বলেন, ‘অভিবাসী শ্রমিকরা দেশে ও বিদেশে নানা হয়রানি ও নির্যাতনের শিকার। দেশি ও বিদেশি কিছু রিক্রুটিং সংস্থাকে বেশি টাকা দেওয়ার পরও অনেক সময় প্রতারণায় শিকার হতে হয়। এসব নির্যাতন, প্রতারণা থেকে তাদের নিষ্কৃতি দিতে এবং তাদের অধিকার সুরক্ষায় প্রয়োজনে আইন করবে সরকার। ’

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান বলেন, ‘৭০ লাখ অভিবাসী শ্রমিকসহ মোট প্রায় এক কোটি বাংলাদেশি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাদের পরিবার মিলিয়ে দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগণ অভিবাসী শ্রম খাতের সঙ্গে জড়িত। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ১৩ ভাগ, যা দেশে মোট বৈদেশিক বিনিয়োগের চেয়ে ১২ গুণ বেশি। ’

তিনি বলেন, ‘প্রতিবছর গড়ে প্রায় পাঁচ লাখ লোক অনেক ঝুঁকি নিয়ে বিদেশে যায়। এ জন্য সরকার অভিবাসী শ্রম খাতকে অধিক গুরুত্ব দিচ্ছে। ’

আলোচনার সভাপতিত্ব করেন আরএমএমআরইউ এর নির্বাহী পরিচালক ড. সিআর আবরার।

বাংলাদেশ সময় : ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad