ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কানকুন জলবায়ু সম্মেলন

বাংলাদেশের বড় অর্জন গ্রিন ক্লাইমেট ফান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

ঢাকা : ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ গঠনের বিষয়টিকে সদ্য সমাপ্ত হওয়া কানকুন বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের বড় অর্জন বলে মনে করছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ আইলাদুগর্ত এলাকার উন্নয়ন, সাইকোন সেন্টার নির্মাণ, উপকূলীয় বনায়ন, নদী সমুহের পানি ধারণ ও পরিবহন ক্ষমতা বাড়ানোসহ আরও কয়েকটি ক্ষেত্রে খরচ করা হবে।



বুধবার বিকেলে পরিবেশ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে প্রতিমন্ত্রী একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রিন ফান্ডকে কার্যকর করতে এরই মধ্যে ৪০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে উন্নত বিশ্ব থেকে ১৫ জন এবং উন্নয়নশীল দেশ থেকে ২৫ জন সদস্য থাকবেন। ’

তিনি বলেন, ‘১০০ ভাগ খুশি হওয়ার মত অর্জন আমাদের হয়নি। তবে বাংলাদেশই প্রথম দেশ, যে দেশ এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতি, ভবিষ্যৎ ক্ষতির বিষয়টি চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে। ’

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আগে মিটিগেশনকে প্রাধান্য দেওয়া হতো জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এবার আমরা বলেছি অ্যাডাপটেশনকেও সমান গুরুত্ব দেওয়ার জন্য। এই বিষয়েও একমত হয়েছে অনেক দেশ। এছাড়া জলবায়ু পরিবর্তন রোধে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন করা হবে এবং উন্নয়নশীল দেশ সে সব প্রযুক্তি সরবরাহ করবে। ’

তিনি আরও জানান, ‘ইন্টার-গভর্নমেন্ট প্যানেল অন কাইমেট চেঞ্জ (আইপিসিসি)’ অনুযায়ী গ্রিন হাউস গ্যাস নির্গমন ২ ডিগ্্ির সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হবে। পাশাপাশি ২০৫০ সাল নাগাদ এ গ্যাসের নির্গমন একটি নির্দিষ্ট মাত্রায় কমিয়ে আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কানকুন জলবায়ু সম্মেলনে দর কষাকষিতে ১৩৪ টি উন্নয়নশীল দেশের জোট-৭৭ জাতি গোষ্ঠী এবং ৪৯টি স্বল্পোন্নত দেশের জোট এলডিসির মুখপাত্র হিসেবে কানকুন চুক্তির অর্থায়ন, এডাপটেশন, গ্রিন কাইমেট চেঞ্জ ফান্ড, ট্রাস্টি বোর্ড ও ট্রানজিশন কমিটি, এডাপটেশন ফ্রেমওয়ার্ক, এডাপটেশন কমিটি প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। ’

প্রেস বিফ্রিংয়ে বন ও পরিবেশ সচিব মিহির কান্তি মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।