ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি হয়েগেলে আরব বিশ্ব দায়িত্বমুক্ত হবে: কেভিন রাড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

জেরুজালেম: ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি হয়েগেলে আরব বিশ্ব দায়িত্বমুক্ত হবে। তখন তারা ইরানের পরমাণু কর্মসূচির প্রতি নিবির দৃষ্টি দিতে পারবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী কেভিন রাড জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়।

রাড বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হলে, বিস্তৃত অঞ্চলে ইরানের পরমাণু হুমকির দিকে বিশেষ নজর দিতে সক্ষম হবে মুসলিম বিশ্ব।

রাড ইসরায়েলে তিন দিনের সফর শেষ করছেন। ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি ছিল মূল আলোচনার বিষয়।

এরআগে গত সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রত্যক্ষ আলোচনা বন্ধ হয়ে যায়। নতুন করে শান্তি চুক্তি করতে জরুরি ভিত্তিতে কোনো পথ খুঁজছেন মার্কিন কর্মকর্তারা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ