ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রাম লাভলেইনে আগুনে পুড়ে অজ্ঞাতপরিচয় মহিলার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রাম কোতয়ালি থানার লাভলেইন এলাকায় প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে বুধবার সকালে সে আগুনেই পুড়ে মারা গেলেন অজ্ঞাতপরিচয় (৩০) এক মহিলা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ লাভলেইনের নেভাল অফিসার্স কোয়ার্টার্সের সামনের ফুটপাতে তিনি অগ্নিদগ্ধ হন।



পরে পুলিশের টহল দল ও পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার সকাল ৮টায় তিনি মারা যান।

এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ‘নিহত মহিলার বয়স ৩০ বছর হবে। তিনি ওই ফুটপাতেই থাকতেন এবং ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতেন। ’

তিনি জানান, ‘মঙ্গলবার রাতে আগুন পোহাতে গিয়ে কাপড়চোপড়ে আগুন ধরে গেলে মহিলাটি গুরুতর আহত হন। এ সময় পুলিশ পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ’

 এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাকির হোসেন বাংলানিউজকে জানান, ‘আগুনে মহিলার শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছিল। এ ছাড়া অনেক রক্তের প্রয়োজন হলেও রক্ত দেওয়া যায়নি। তাই, হয়ত তাকে আর বাঁচানো যায়নি!’
 
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।