ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রূপক আইচ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

মাগুরা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মাগুরা শহরে মোমবাতি র‌্যালী ও মুক্তিযুদ্ধের শহীদ বেদীতে সমাবেশ করেছে।

জেলা উদীচীর সভাপতি এবিএম আসাদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কবি নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর সম্পাদক বিএমএ হালিম, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সেলিম খান, নির্মূল কমিটির সহসভাপতি এটিএম আনিসুর রহমান, সংগীত শিল্পী অজিৎ রায়, সংগীত শিল্পী অহিদুর রহমান, সাংবাদিক অলোক বোস, সাংবাদিক হোসেন সিরাজ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।



সমাবেশ থেকে মুক্তিযুদ্ধে চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে  যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সাংস্কৃতিককর্মীদের আরও সক্রিয় হওয়ার আহবান জানানো হয়।

সমাবেশে জেলা উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী, শিল্পকলা একাডেমির সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।