ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৬ ডিসেম্বরের হরতাল বর্জনের আহ্বান আশরাফের

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

ঢাকা: ওলামা-মাশায়েখের ডাকা ২৬ ডিসেম্বরের হরতাল বর্জনের আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সধারণ সম্পাদক ও স্থানীয় সরকামন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।



সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষা করতে হরতাল ডাকা হয়েছে। এই হরতাল আহ্বানকারীদের প্রধান ব্যক্তি মওলানা মহিউদ্দিন একজন রাজাকার, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের দোসর। ’

এরই মধ্যে প্রধান বিরোধীদল বিএনপি ও জামায়াতে ইসলামী ওই হরতালে সমর্থন দিয়েছে।

আশরাফ বলেন, ‘তারা ২১ আগস্ট বোমা হামলার প্রধান আসামি মুফতি হান্নানের সহযোগী, গ্রেনেড হামলার মদদদাতা। বিএনপি-জামাত এই হরতালে সমর্থন দিয়েছে। ’

বিএনপি এই হরতালে সমর্থন দিয়ে তাদের স্বরূপ উন্মোচন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদশে সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।