ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হা-মীমের আগুন: ব্যর্থ হলো হেলিকপ্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

ঢাকা: আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানায় মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আটকেপড়া শ্রমিকদের উদ্ধারের জন্য পাঠানো হেলিকপ্টারটি ব্যর্থ হয়েই ফিরে গেছে।

উদ্ধার তৎপরতা চালানো দূরের কথা, আগুন ছড়িয়ে পড়ায় দ্রুতই এলাকা ছাড়তে বাধ্য হয় হেলিকপ্টারটি।



ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আটকেপড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার তলব করা হয়। বিকাল পাঁচটা বিশ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে আসে। এ সময় কিছুটা নিয়ন্ত্রণে আসা আগুন হঠাৎ করে বেড়ে যায়।

প্রচণ্ড জোরে ঘুরতে থাকা হেলিকপ্টারের পাখার বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ে বলে দমকল বাহিনী সূত্রে জানা যায়।

ফলে উদ্ধার তৎপরতা বাদ দিয়ে হেলিকপ্টারটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিকাল সাড়ে পাঁচটায় ঘটনাস্থল ত্যাগ করে হেলিকপ্টারটি।

উল্লেখ্য, এদিন দুপুরে ১১ তলাবিশিষ্ট ওই কারখানার ৯, ১০ এবং ১১ তলায় আগুন লাগে। আগুনে এ পর্যন্ত ২২ শ্রমিক নিহত ও শতাধিক আহত হওয়ার খবর মিলেছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।