ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লতিফ বাওয়ানী জুট মিলের ব্যবস্থাপক ২ দিনের রিমান্ডে

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

 

ঢাকা: নিন্মমানের পাট কিনে তাতে আগুন দেওয়ার অভিযোগে লতিফ বাওয়ানী জুট মিলের ব্যবস্থাপক এনামুল হকসহ ৪ আসামিকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

অন্য আসামিরা হলেন উপ-ব্যবস্থাপক জিয়াউর রহমান, সহকারী ব্যবস্থাপক মীর আশরাফ হোসেন ও নিরাপত্তা কর্মকর্তা ও ফায়ার ইন চার্জ এসএম মহিদুল ইসলাম।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ মোল্লা আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড বাতিল করে এদের জামিন চান আসামি পক্ষের আইনজীবী রাহাদ হোসেন।

মহানগর হাকিম এজিএম আল মাসুদ শুনানি শেষে আসামিদের প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, পরস্পর যোগসাজসে আসামিরা নিন্মমানের পাট কিনে গুদামজাত করে। মিলে অডিট হলে আসামিরা ধরা পড়ে যাওয়ার ভয়ে গত ১২ ডিসেম্বর রাত সোয়া ৮টায় গুদামে আগুন লাগিয়ে দেন। এতে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

এ অভিযোগে লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিক পরিষদের সভাপতি মোহাম্মদ আলী বাদী হয়ে ডেমরা থানায় এ মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ