ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হা-মীমের কারখানায় কোন তলায় কি আছে...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

সাভার: সাভারের আশুলিয়ায় অবস্থিত হা-মীম গ্রুপের পোশাক কারখানাটি মোট ১১তলা। ভিন্ন ভিন্ন তলায় রয়েছে কারখানার আলাদা আলাদা ইউনিট।



এর মধ্যে নিচ তলায় রয়েছে তাদের ‘বন্ড হাউজ’। এরপর দুই, সাত ও দশ তলায় রয়েছে ফিনিসিং সেকশন। তিন, চার, আট ও নয় তলায় রয়েছে সুইং (সেলাই বোনা) শাখা। পাঁচ তলায় তাদের কাটিং শাখা।

সর্বশেষ এগারোতলায় রয়েছে ক্যান্টিন ও সেম্পল ট্রায়াল রুম।

মঙ্গলবার ওই কারখানায় লাগা ভয়াবহ আগুনে রাত পৌনে ৮টা পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে শতাধিক শ্রমিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কারখানার তিনটি ফোরে আগুন জ্বলছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।