ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিহত শ্রমিকদের বিজিএমইএ ও হা-মিম গ্রুপ ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

ঢাকা: সাভারের আশুলিয়ায় হা-মিম গ্রুপের পোশাক কারখানায় কান্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিজিএমইএ ও হামিম গ্রুপ।

প্রত্যেক নিহতের পরিবার ২ লাখ করে টাকা পাবে।

এর মধ্যে বিজিএমইএ ১ লাখ ও হা-মিম গ্রুপ ১ লাখ টাকা দেবে।
 
আর আহতদের  চিকিৎসার জন্য প্রতিজনকে ২৫ হাজার টাকা করে দিবে বিজিএমইএ।

বিজিএমইএ প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী সাভারে হা-মিম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার নামের পোশাক কারখানার আগুনের ঘটনা পরিদর্শনকালে এ ঘোষণা দেন।

এসময় হা-মিম গ্রুপের উপ মহাপরিচালক দেলোয়ার হোসেন গ্রুপের পক্ষ থেকে ক্ষতিপূরণের ঘোষণা দেন।

এদিকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।