ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারের অগ্নিকাণ্ডস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও র‌্যাব ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

ঢাকা: হা-মীম গ্রুপের তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন পরির্দশনে সাভারের আশুলিয়ায় পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের ডিজি মোখলেসুর রহমান।

এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছেন বলে জানা গেছে।



এদিকে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে শতাধিক শ্রমিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো শতাধিক শ্রমিক সেখানে আটকা পড়ে আছেন। কারখানার তিনটি ফোরেই জ্বলছে আগুন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দেড়টায় ওই তৈরি পোশাক কারখানায় আগুন লাগে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।