ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূঞাপুরে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজসহ বখাটে গ্রেপ্তার

তপু আহম্মেদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজসহ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় এক বখাটেকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানাপুলিশ।

ভূঞাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি গ্রামের জনৈক ব্যক্তির স্কুলপড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের মজনু তরফদারের বখাটে ছেলে রায়হান তরফদার (১৮) স্থানীয় ফলদা বাজারের একটি স্টুডিও’র দোকানে ধরে নিয়ে যায়।

সেখানে সে মেয়েটির আপত্তিকর দৃশ্য ভিডিও করে। পরে মোবাইল ফোনের মাধ্যমে পুরো ফলদা ইউনিয়নে তা ছড়িয়ে দেওয়া হয়। মেয়েটির পরিবার বিষয়টি জানার পর মেয়ের বড় ভাই আতোয়ার রহমান পলাশ বাদি হয়ে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভূঞাপুর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে বখাটে রায়হানকে ভিডিও ফুটেজের সিডিসহ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মেয়ের বড় ভাই আতোয়ার রহমান পলাশ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ১০/৩০ ধারায় মামলা দায়ের করেন।

আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।