ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘আগুনে আহতদের চিকিৎসায় প্রয়োজনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ সহায়তা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

ঢাকা: সাভারের আশুলিয়ায় হামীম গ্রুপের তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় দরকার হলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।



স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগুনে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা দরকার হলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে তা দেওয়া হবে। ’

প্রয়োজনে ঘটনাস্থলের আশপাশের কিনিকগুলোতে ভর্তি আহতদের চিকিৎসায় ঢামেক থেকে বিশেষজ্ঞ টিম পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, ‘এজন্য ডাক্তার, নার্স সবাইকে তৈরি রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল সম্মিলিতভাবে চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ’

তার আগে বিকেল সোয়া পাঁচটার দিকে আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলোকে রোগীদের সব ধরনের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। আহত শ্রমিকরা চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সমস্যা হলে সরকার সেটা দেখবে। ’

তবে তদন্ত ছাড়া আগুনের ব্যাপারে আর কিছু বলতে রাজি হননি তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক বলেন, ‘হাসপাতালের প্রতিটি ইউনিটকে প্রস্তুত রাখা আছে। প্রতিটি অপারেশন থিয়েটার খোলা আছে। ৯৯ ব্যাগ রক্তও তৈরি রাখা হয়েছে। চিকিৎসার কোনোরকম সমস্যা হবে না। ’

হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক সামন্তলাল সেন বলেন, ‘বার্ন ইউনিটকে পুরোপুরি প্রস্তুত রাখা আছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad