ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
সরকারকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা: ক্ষুধামুক্ত দেশ গড়ায় সরকারকে সহযোগিতা করতে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ, ুধাও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

এটাই আমাদের প্রতিজ্ঞা। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সরকারকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই। আপনারা বিরোধী দলের মিথ্যা কথায় কান দেবেন না। বিএনপির অভ্যাস মিথ্যা বলা। যাদের মিথ্যা বলার অভ্যাস তারা মিথ্যা বলেই যাবে। ’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনা বিরোধী দলের নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘নিজের সন্তানদের চেয়ে সম্পদের জন্য দরদ তার বেশি। নিজের সন্তানদের পর্যন্ত দেখতে যান না। যার সম্পদের জন্য এতো দরদ দেশের জন্য তার আবার কিসের দরদ। মাছের মায়ের আবার পুত্র শোক!’

প্রধানমন্ত্রী বলেন, ‘বুদ্ধিজীবী  হত্যাকারী ও তাদের দোসরদের সঙ্গে জোট করে খালেদা জিয়া রাজনীতি করছেন। তাদের দিয়ে হরতাল আহ্বান করিয়েছেন, আবার সেই হরতালে তিনি সমর্থনও দিয়েছেন। ’

শেখ হাসিনা বলেন, ‘দেশে যতো সমস্যা সংকট সবই তারা সৃষ্টি করে গেছে। এখন তারাই দেশের জন্য মায়াকান্না করছে। এ যেনো মায়ের চেয়ে মাসীর দরদ বেশি। ’

‘যারা ক্ষমতায় গিয়ে শুধু লটপাট করেছে, গরিব মানুষের রক্ষ চুষে খেয়েছে, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে চাচ্ছে, তাদের দেশের প্রতি দরদ দেখানোর সুযোগ আছে বলে মনে করি না’, বলেন তিনি।  

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের লুটপাটের সাক্ষ্য পাওয়া যায়--খালেদা জিয়ার বাড়ি থেকে মালামাল নিতে কয়েক দিন লেগে যায়। বাক্স ভরে মালামাল নিয়ে যায়। কিন্তু কি পরিমাণ মালামাল নিয়ে গেছে বাক্স খুললে তার আসল খবর বের হতো। ’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র ও তাদের রাজনীতিকে তুলে ধরাই বিএনপির কাজ। যুদ্ধাপরাধীদের মদদ দিয়ে, শক্তি যুগিয়ে দেশকে  পেছনের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু দেশের মানুষ তা করতে দেবে না। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা সকলে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করি। দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি এটাই আমার আহ্বান। ’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীরর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।