ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের ১ ঘণ্টা সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের ১ ঘণ্টা সড়ক অবরোধ

বরগুনা: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে কলেজ ক্যাম্পাসের সামনের সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করে।

এসময় রাস্তায় অসংখ্য যানবাহন আটকা পড়ে য্নজটের সৃষ্টি হয়।
 
সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর সড়কে যন চলাচল স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কুশপুতুল দাহ করে।
 
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমা বাংলানিউজকে এ ঘটনা নিশ্চিত করে জানান, পরে ছাত্রদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে জানান, কিছু ছাত্র বিশৃংখলা সৃষ্টির জন্য এ ধরনের কর্মকাণ্ড করছে। তাদের উদ্দেশ্য লেখাপড়া না করে পাশ করা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।