ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ড. ইউনূসের বিষয়ে মন্তব্য করলেন না আশরাফ

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

ঢাকা: গ্রামীণ ব্যাংকের কর্ণধার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হলেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

রোববার আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে আশরাফ বলেন, ‘ড. ইউনূস নিয়ে আমরা কিছু করছি না।

আমাদের দেশের টিভি মিডিয়াগুলো এটা প্রকাশ করেনি। ’

তিনি বলেন, ‘নরওয়েজিয়ান টেলিভিশন এটা প্রকাশ করেছে। তারা ইংলিশে প্রতিবেদন প্রচার না করলে আমরা জানতেও পারতাম না। কারণ আমরা নরওয়ের ভাষা বুঝি না। সুষ্ঠু তদন্তের আগে কোনটা সঠিক, কোনটা বেঠিক, সেটা মেনে নেওয়া ঠিক হবে না। তবে এটা সত্য যে বিষয়টির সঙ্গে দেশের ভাবমূর্তি সম্পৃক্ত। ’

উল্লেখ্য, ড. ইউনুসের বিরুদ্ধে দারিদ্র্য বিমোচন তহবিল থেকে অর্থ অন্য প্রকল্পে সরিয়ে নেওয়ার অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন নরওয়ের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হওয়ার পর থেকেই বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।