ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেল দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ বাড়ানো হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
রেল দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ বাড়ানো হচ্ছে

ঢাকা: রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপুরণের পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

সম্প্রতি নরসিংদী ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের অন্যান্য উৎস থেকে অধিক পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ নিতে মন্ত্রী রোববার মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।



রোববার ক্ষতিপূরণের টাকার পরিমাণ বাড়ানোর সুপারিশ করতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন)।

কমিটিকে রেলওয়ের বিদ্যমান বিধি-বিধান ও পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষতিপূরণের হার পর্যালোচনা করে অবিলম্বে একটি বাস্তবভিত্তিক প্রতিবেদন পেশ করার নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের বর্তমান আইন অনুযায়ী ট্রেন দুর্ঘটনায় নিহত যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দশ হাজার টাকা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad