ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

ঢাকা : চাঁদপুর পৌরসভার নির্বাচন দুই মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে নির্বাচন কমিশনের প্রতি রুলও জারি করা হয়েছে।



বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ স্থগিতাদেশ ও রুল জারি করেন।

মঞ্জুরুল ইসলাম নামে এক সম্ভাব্য প্রার্থীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রুল জারি করে।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট কেএম হাফিজুল আলম।

শুনানি শেষে হাইকোর্ট দুই মাসের জন্য নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

অ্যাডভোকেট কেএম হাফিজুল আলম বাংলানিউজকে জানান, ভোটার তালিকায় ত্রুটি থাকায় এ রিট আবেদন দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।