ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে দুস্থ ভাতা বিতরণে ‘দুস্থ’ উপজেলা ভাইস চেয়ারম্যান!

মো. মাজেদুর রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

জয়পুরহাট: জয়পুরহাটে রোববার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা সরকারের কাছে নিজেকে ‘দুস্থ’ দাবি করে দুস্থ ভাতা দেওয়ার ক্ষমতা চেয়েছেন।

সদর উপজেলা মিলনায়তনে দুপুর ২টায় দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি নিজেকে ‘দুস্থ’ দাবি করে বলেন, ‘উপজেলা ভাইস চেয়ারম্যানদেরও দুস্থ ভাতা দেওয়ার ক্ষমতা দেওয়া উচিৎ।



তিনি বলেন, ‘সরকার আমাদের এমনভাবে দুস্থ করে রেখেছেন যে, আমরা তো কিছুই পাচ্ছি না!

তিনি আরো বলেন, ‘আমরা যে দুস্থদের কিছু বিতরণ করবো, সে ক্ষমতাটুকুও আমাদের নেই। ’

তার বক্তব্যের উত্তরে স্থানীয় সংসদ সদস্য মোজাহার আলী প্রধান বলেন, ‘২/১ জন দুস্থের নাম আমার কাছে দেবেন। ’  

দুস্থ ভাতা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভা শাহনাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোজাহার আলী প্রধান তার ঐচ্ছিক তহবিল থেকে ৫৭ জন গরিব-দুস্থদের মাঝে নগদ ৭৫ হাজার টাকা বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।