ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেরপুরে উত্ত্যক্তকারী সোহেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আব্দুর রফিক মজিদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

শেরপুর: শেরপুরে রোববার বহুল আলোচিত উত্ত্যক্তকারী সোহেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুর সাড়ে ১২টায় শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল বাহার পুলিশের ৭ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



১১ ডিসেম্বর শনিবার ভোরে সোহেল ও তার অপর সহযোগী নজরুলকে গ্রেফতার করার পর পুলিশ ওই দিনই সোহেলের ৭ দিনের রিমান্ডের আবেদন করে। পরে বিচারক রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সোমবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে নিশ্চিন্তপুর আলীম মাদ্রাসার ৮ম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) একই গ্রামের সোহেল (১৮) প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হলে তার সহযোগীদের নিয়ে অপহরণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীটির চিৎকারে তার বাবা ছুটে এলে তার পেটে ছুরি মেরে বখাটেরা পালিয়ে যায়। এতে ছাত্রীটি গুরুতর আহত হয়।

পরে ছাত্রীটির বাবা বাদী হয়ে সোহেলসহ ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ দুই দফায় সাঁড়াশি অভিযান চালিয়ে শনিবার সব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।