ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ইভটিজিঙের প্রতিবাদে শিশুবন্ধন

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

দিনাজপুর: দিনাজপুরে ইভটিজিঙের প্রতিবাদে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশুবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী শিশুবন্ধনে প্রায় ৮ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।



রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের সুইহারীতে ‘পরিবার, সমাজ ও রাষ্ট্রে ঐক্য গড়ি’ স্লোগানকে সামনে রেখে ইভটিজিঙের বিরুদ্ধে শিশুবন্ধন অনুষ্ঠিত হয়।

প্ল্যান বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহযোগিতায় স্থানীয় সমাজ উন্নয়ন প্রশিণ কেন্দ্র (এসইউপিকে) ও চেহেলগাজী শিা নিকেতন এ শিশুবন্ধনের আয়োজন করে।

শিশুবন্ধন উদ্বোধন করেন এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন।

শিশুবন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন চেহেলগাজী শিা নিকেতনের প্রধান শিক মোঃ জিকরুল হক, সহকারী শিক মাহবুব আলম, প্ল্যান বাংলাদেশ-দিনাজপুর প্রোগ্রাম ইউনিট সমন্বয়কারী মাহবুবুর রহমান।

শিশুবন্ধনে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা হাতে হাত রেখে ইভটিজিং প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।