ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মদতদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

ঢাকা: ‘ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। এর পেছেনের মদতদাতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



রোববার নিজ দপ্তরে বিজিএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পোশাক শিল্প খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

মন্ত্রী বলেন, ‘আমরা সব সময়ই পোশাক শিল্পের পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করছি। কিছু হলেই পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে আসে, গাড়ি ভাংচুর করে, কারখানা ও গাড়িতে আগুন দেয়। এসব কারখানাতো সরকারি নয়। ’

তিন বলেন, ‘বোরবারের শ্রমিক অসন্তোষের সময় চট্রগ্রামে ৫৬ জন এবং ঢাকা ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। চট্রগ্রামে পুলিশের এসি হাসান গুলিবিদ্ধ হয়েছেন। পোশাক শ্রমিকদের সঙ্গে লুঙ্গি পরা লোকজন রাস্তায় নেমেছে। তাহলে আমরা কি ধরে নেবে শ্রমিকরা অস্ত্র নিয়ে কাজে যায়। ’

তিনি আরও বলেন, ‘এভাবে ঘটনা ঘটতে দেওয়া যায় না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। এভাবে আইন নিজের হাতে তুলে নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। ’

এ সময় এক প্রশ্নের জবাবে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘আমরা শুনেছি চট্টগ্রামে তিন জন মারা গেছেন। পুলিশ সেখানে অ্যাকশনে গেছে। তবে কাদের গুলিতে মারা গেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ’

যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি-না এ প্রসঙ্গে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ’

এ সময় স্বারাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।