ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা বন্দরে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টা ১০ মিনিটে ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে বিডিআর-এর আহ্বানে বৈঠকটি অনুষ্ঠিত হয়।



বিডিআর-বিএসএফ-এর মধ্যে সম্পর্কের উন্নয়ন, মাদক চোরাচালান রোধ, নারী ও শিশুপাচার প্রতিরোধ, বিনা উস্কানিতে সীমান্তে বিএসএফ-এর গুলিবর্ষণ, স্থলবন্দরের উন্নয়নসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু এ বৈঠকে আলোচিত হয়।

এ পতাকা বৈঠকে ১৫ সদস্যের ভারতীয় বিএসএফ দলের নেতৃত্ব দেন ৪৭ বিএসএফ কল্যাণী ব্যাটালিয়নের কমান্ডেন্ট ধীরেন্দ্র কুমার। সমসংখ্যক বিডিআর-এর নেতৃত্ব দেন সাতক্ষীরা ৪১ রাইফেল্স ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম।

এ বিষয়ে সাতক্ষীরা ৪১ রাইফেল্স ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম বাংলানিউজকে জানান, ‘বেলা সাড়ে ১১টায় বিএসএফ-এর ভারতীয় দল ওপারের ঘোজাডাঙ্গা সীমান্ত অতিক্রম করলে বিডিআর কর্মকর্তরা তাদের স্বাগত জানান। উভয় দেশের ১৫ জন করে সদস্য বৈঠকস্থলে যোগদান করলেও মূল আলোচনায় উপস্থিত থাকেন বিডিআর-ও বিএসএফ-এর পক্ষে ১০ জন করে। ’

তিনি জানান,  ‘১২ টা ১০ মিনিটে বৈঠক শুরু হয়ে ২টা ২০ মিনিটে শেষ হয়। আলোচনায় উভয় দেশের হয়ে আরও অংশ নেন বিডিআর-এর খুলনা সেক্টর কমান্ডারের প্রতিনিধি মেজর এলাহী, ৪১ রাইফেল্স-এর অপারেশন অফিসার মেজর মনির এবং ভারতের ৪৭ কল্যাণী বিএসএফ-এর ডেপুটি কমান্ডার এস এস ধাওয়াল। এরপর তারা মধ্যাহ্নভোজে অংশ নেন। ’

লে. কর্নেল এনায়েত করিম আরো জানান, ‘সীমান্ত সংক্রান্ত ৭/৮টি বিষয় নিয়ে পতাকা বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।