ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: ফের রেকর্ড শাখার বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

ঢাকা: ২০০৯ সালের বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফের বিডিআর সদর দপ্তরের রেকর্ড শাখার বিচার প্রক্রিয়া রোববার ফের শুরু হয়েছে।

এদিন সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত বিশেষ আদালত-৯ এ বিচার কার্যক্রম চলে।



আদালতে রেকর্ড শাখার অভিযুক্ত ১১১ জন সদস্যকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৩৯ জন আসামি ৫ সাক্ষীকে জেরা করেন।

আদালত আগামীকাল সোমবার সকাল নয়টায় ফের শুরু হবে বলে বাংলানিউজকে জানান প্রসিকিউটর কর্নেল মিজানুর রহমান।

বিশেষ আদালত-৯ এ সভাপতির দায়িত্ব পালন করেন কর্নেল হাবিবুল করিম।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।