ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শনিবার দিনগত রাত ও রোববার সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও হেরোইনসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন অস্ত্র ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার এরাদো বিশ্বাসটোলা গ্রামের মোঃ নাইমুল (৪০) এবং হেরোইন ব্যবসায়ী জেলার সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের কাজল রানা (২০) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের স্বপন ইসলাম সুমন (২১)।



বিডিআরের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু বাংলানিউজকে জানান, শনিবার দিনগত রাত ৩টায় নাইমুলের বাড়িতে অভিযান চালিয়ে আমেরিকায় তৈরি ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, বিডিআরের একটি টহলদল রোববার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের মহারাজপুর এলাকা থেকে বাইসাইকেল আরোহী কাজল রানা ও স্বপন ইসলাম সুমনকে গ্রেপ্তার করে।

এ সময় কাজলের স্যান্ডেলের ভেতরে লুকিয়ে রাখা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানান বিডিআর কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর ও এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।