ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে তুলা ও কার্টন ফ্যাক্টরিতে আগুন: য়তি ১ কোটি টাকা

তানভীর হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রোববার ভোর ৫টার দিকে একটি তুলা ও কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে গেছে মজুদকৃত বিপুল পরিমাণ তুলা, কাগজ, যন্ত্রাংশসহ অন্যান্য সামগ্রী।

আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুড়ে যাওয়া দুটি প্রতিষ্ঠানের মালিকপ।



নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফারুক হোসনে শিকদার বাংলানিউজকে জানান, ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় তপন কুমার দাসের মালিকানাধীন তুলার বেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএল এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি জানান, ওই কারখানা থেকে থেকে আগুন দ্রুত পাশের কার্টন ফ্যাক্টরি ফাহিম বক্স ইন্ডাস্ট্রিজে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করলেও দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে তির পরিমাণ নিরূপণ করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।