ঢাকা: রাজধানীর চকবাজারের সোয়ারীঘাট এলাকায় শনিবার বিকেলে নির্মাণাধীন ভবনের ইট পড়ে অজ্ঞাতপরিচয় এক ঘাটশ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্রমিক বিকেল পৌনে ৪টার দিকে সোয়ারীঘাটের কর্মস্থলে যাওয়ার সময় নির্মাণাধীন একটি ভবনের ইট তার মাথায় পড়ে।
বিকেল পাঁচটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ফারুককে ঢামেক পুলিশ ফাঁড়িতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০