ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

সোয়ারীঘাটে নির্মাণাধীন ভবনের ইট মাথায় পড়ে ঘাটশ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, ডিসেম্বর ১১, ২০১০

ঢাকা: রাজধানীর চকবাজারের সোয়ারীঘাট এলাকায় শনিবার বিকেলে নির্মাণাধীন ভবনের ইট পড়ে অজ্ঞাতপরিচয় এক ঘাটশ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্রমিক বিকেল পৌনে ৪টার দিকে সোয়ারীঘাটের কর্মস্থলে  যাওয়ার সময় নির্মাণাধীন একটি ভবনের ইট তার মাথায় পড়ে।

এতে তিনি মারাত্মকভাবে আহত হলে নির্মাণশ্রমিক ফারুক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।  

বিকেল পাঁচটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ফারুককে ঢামেক পুলিশ ফাঁড়িতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।