ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটের কৃষি উন্নয়নে সিকৃবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: চিফ হুইপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

সিলেট: ‘সিলেটের অনাবাদী জমিগুলো সেচের আওতায় এনে চাষের উপোযোগী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।



শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। তবে কৃষিবিদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও উন্নত জাতের বীজই পারে দেশকে খাদ্যে স্বনির্ভর করতে। এক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

উপাধ্যক্ষ আব্দুস শহীদ আরও বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এ জন্য সরকার সার, তেল ও বীজে ভর্তুকি দিয়ে কৃষিকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। ’

বিগত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সার, তেল ও বীজের জন্য বিগত সরকারের আমলে কৃষকদের গুলিবিদ্ধ হতে হয়েছে। যে সরকার কৃষকদের ওপর গুলি চালায় তাদের দিয়ে কৃষিপ্রধান দেশের উন্নয়ন সম্ভব নয়। ’

ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের সব পরিস্থিতিতে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্ররাই পারে সঠিক গণতন্ত্র চর্চা করতে। ’

কৃষি অনুষদের প্রভাষক আরিফুর রহমান খানের সঞ্চলনায় এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূঞার সভাপত্বিতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. শহীদ উল্লাহ তালুকদার, মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।