bangla news

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অবহেলা না করার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১২-১১ ৭:৪৫:৪৫ এএম

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নিট পোশাক শিল্পখাতের উদ্যোক্তাদের কোনওরকম অবহেলা না করার আহ্বান জানিয়েছে বিকেএমইএ।

ঢাকা: নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নিট পোশাক শিল্পখাতের উদ্যোক্তাদের কোনওরকম অবহেলা না করার আহ্বান জানিয়েছে বিকেএমইএ।

শনিবার সংগঠনটির ঢাকা কার্যালয়ে সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ‘ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নে জটিলতা নিরসনে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সংগঠনের ‘কঠোর অবস্থানের’ কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে বিকেএমইএ সর্বাত্মক সহযোগিতা করবে।’
 
সভায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের জিএসপি শর্ত শিথিল করা, চীনে শ্রম মজুরি বেড়ে যাওয়া এবং জাপানের ‘চায়না প্লাস ওয়ান’ নীতির ফলে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে। এ সম্ভাবনা যাতে নস্যাৎ না হয় সেজন্য শ্রমিকদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সদস্যদের তাগাদা দেওয়া হয়।

সেইসঙ্গে বক্তারা বলেন, কারখানাগুলোতে শ্রম পরিবেশ ঠিক রাখা এবং উৎপাদন ও প্রশাসনিক ব্যবস্থা সঠিকভাবে প্রতিপালন করা অতি জরুরি।
 
বিকেএমইএ জানায়, নিট পোশাক খাতের চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের নিয়ে আগামী ১৮ ডিসেম্বর সংগঠনের চট্টগ্রাম কার্যালয়ে একই বিষয় নিয়ে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-12-11 07:45:45