bangla news

রোববার থেকে মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন করবে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১২-১১ ৮:৩২:৩৮ এএম

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড কলকাতার ফোর্ট উইলিয়ামের সদর দফতরে মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন শুরু করবে রোববার।

কলকাতা: ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড কলকাতার ফোর্ট উইলিয়ামের সদর দফতরে মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন শুরু করবে রোববার।

কলকাতায় ইস্টার্ন কমান্ডের আধিকারিক মেজর জেনারেল রণবীর সিং শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও নিহতদের স্মৃতির স্মরণে বিজয় দিবস পালন করা হবে। এ অনুষ্ঠান শুরু হবে রোববার থেকে।’

এদিন তিনি আরও জানান, এবারও এ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ-থেকে ১৯ জন মুক্তিযোদ্ধা ও নারী-মুক্তিযোদ্ধা কলকাতায় আসছেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক।

ইস্টার্ন কমান্ড সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার সেনাবাহিনী সমরাস্ত্র প্রদর্শনী করবে। ১৪ ও ১৫ ডিসেম্বর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর সকালে ফোর্ট উইলিয়ামের সামনে ৭১-এ মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

বাংলাদেশ সময় : ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-12-11 08:32:38