ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নির্মূল কমিটির জনসভা

রূপক আইচ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

মাগুরা: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শনিবার বেলা ১১টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মাগুরা জেলা শাখা সদরের আলোকদিয়ায় মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ করেছে।

আলোকদিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওদুদ মোল্যা, হারুন কাজী, নির্মূল কমিটির ঢাকা মহানগর সমন্বয়ক মোঃ মইদুজ্জামান মহব্বত,  আবুল কালাম আজাদ, এটিএম আনিসুর রহমান, রাশেদ মাহমুদ শাহীন, সাজ্জাদুল ইসলাম বিপু, সালাউদ্দিন হায়দার রাহাত প্রমুখ।

অনুষ্ঠানে কাজী মুকুল বলেন, সারাদেশে ৮ কোটি ভোটারের মধ্যে ৫ কোটি হচ্ছে যুবক শ্রেণী অর্থাৎ নতুন প্রজন্ম। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে না পারলে দেশ এগোবে না। এ জন্য তিনি অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার করে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের দাবি জানান।

আলোচনা অনুষ্ঠান শেষে জেলা উদীচী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ গণসঙ্গীত পরিবেশন করে।

বাংলাদেশ সময়:১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।