নাটোর: ৪ জুন নাটোরের ছাতনী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে রাজাকার-আলবদরদের সহযোগিতায় পাকিস্তানি সেনা বাহিনী নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামে হানা দিয়ে চার শতাধিক বাঙালিকে হত্যা করে।
শুধু হত্যা করেই খান্ত হয়নি হানাদর বাহিনী। বরং লাশগুলো এসিডে ঝলসে দেয় তারা।
মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়াই ছিল নিরস্ত্র গ্রামবাসীর অবরাধ। পাকিস্তানি বাহিনী তাদের দোসর রাজাকার-আলবদর হাফেজ আব্দুর রহমানের নেতৃত্বে ’৭১-এর ৪ জুন গভীররাতে ছাতনী গ্রামসহ আশপাশের ১০টি গ্রামে হানা দেয়।
বাড়ি বাড়ি গিয়ে ঘুমন্ত লোকজনকে ধরে পিঠমোড়া করে বেঁধে ছাতনী স্লুইস গেটে এনে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে হত্যা করার পর লাশগুলো এসিডে ঝলসে দেয় তারা।
ভয়াল সেই রাতের কথা মনে হলে এখনো শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। সেদিনের শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ৪, ২০১৩
সম্পাদনা: শফিকুল ইসলাম ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর