ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত

জরিমানা, কারাদ-, পলিথিন জব্দ, প্রতিষ্ঠান সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

গাজীপুর: গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকানে পলিথিনবিরোধী অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার টাকা, একজনকে কারাদ- ও কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় ।



এক মাসের বিনাশ্রম কারাদ- পাওয়া ব্যক্তির নাম রাব্বি (১৮)। তিনি শরিয়তপুরের পালং থানার পশ্চিম সারেংগার তাজুল ইসলামের ছেলে ও স্থানীয় মায়ের দোয়া দোকানে কাজ করতেন।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস জানান, টঙ্গী বাজারে পলিথিনবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে ১৭টি দোকানি ও ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

এছাড়া, এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওইসব প্রতিষ্ঠান থেকে প্রায় ৬ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

টঙ্গী বাজারের নোয়াখালী পট্টির পলিথিন ব্যবসায়ী হাসান (১৮), গাজী সেকেন্দার (৫৫), আক্তার হোসেন (১৮), কাজী মার্কেটের মো. নাঈম হোসেন (১৮), মো. শহিদুল্লাহ মোল্লা (৪৪), ও নাজমা বেগম (৩৪), মদিনা মার্কেটের মো. ফারুক (২৮), মো. শহিদ (৩০) ও আলী ট্রেডার্সের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

এছাড়া টঙ্গী বাজারের নোয়াখালী পট্টি এলাকার সাগর প্যাকেজিং, মায়ের দোয়া, আলী শপিং সেন্টার এবং সোনাভান বিপনী বিতান, মায়ের দোয়া ও সাইদুর পেপার হাউজ থেকে পলিথিন শপিং ব্যাগ জব্দ করে সিলগালা করে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।