ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে গরু-ব্যবসায়ী নিহত

আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর  সীমান্তে ভারতীয় সীমান্ত রী বাহিনীর (বিএসএফ) গুলিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত কালু মিয়া (৩০) চাঁপাইনবাবগঞ্জের শিবগগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া-সাহাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।



চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল্স ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী মাসুদপুর সীমান্তের ১৬৮ মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এসময় ভারতের ১৫১ বিএসএফ ব্যাটালিয়ন, মালদহর শুভপুর ক্যাম্পের জওয়ানরা তাদের ল্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই কালু মিয়া নিহত হন।

পরে সঙ্গে থাকা অপর গরু ব্যবসায়ীরা কালু মিয়ার লাশ বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন।

শুক্রবার সকালে নিহত কালু মিয়ার লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছে বিডিআর।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০.১২.১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad