ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবি’র জগন্নাথ হলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: আহত ৬

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
ঢাবি’র জগন্নাথ হলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: আহত ৬

ঢাকা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় ২০টি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে উৎপল ও বাবলু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- উৎপল সাহা, উদয় সাহা, মিঠুন বিশ্বাস, সুবীর ও অরূপ চক্রবর্তী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বাবলু গ্রুপের কর্মীরা হলের অতিথি কক্ষ থেকে বের হওয়ার সময় উৎপল গ্রুপের কর্মীরা তাদের ধাওয়া করে। তারা বাবলু গ্রুপের কর্মী মিথুনকে মারধর করে।

ধাওয়া খেয়ে বাবুল গ্রুপের কর্মীরা প্রথমে সন্তোষ ভবনে ও পরে জ্যোতির্ময় গুহ ঠাকুরদা ভবনে এসে সংগঠিত হয়। এ সময় তারা উৎপলের কক্ষসহ ভবন দুটির প্রায় ২০টি কক্ষ ভাংচুর করে এবং উৎপল ও তার ভাই উদয় সাহাকে পিটুনি দেয়।

হলের প্রাধ্যক্ষ ড. অজয় কুমার দাশ, প্রক্টর কে এম সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনা তদন্তে হলের প্রাধ্যক্ষ ড. অজয় কুমার দাশকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আবাসিক শিক্ষক অসীম সরকার, ড.দেবাশীষ কুণ্ডু, ড. সুদীপ রায় ও ড. বিমান চন্দ্র বড়–য়া।

কমিটিকে বৃহস্পতিবার রাতের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সংঘর্ষের পর হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।