ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গচিহাটায় ৬ ঘণ্টা পর লাইনচ্যূত ট্রেনের উদ্ধার কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

কিশোরগঞ্জ: দুর্ঘটনার ৬ ঘণ্টা পর কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের সিগন্যাল পয়েন্টে লাইনচ্যূত চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রাত ১০টায় গচিহাটা পৌঁছার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়।

ইতিমধ্যে ট্রেন সরিয়ে স্টেশনের দুটি লাইনের মধ্যে একটি চলাচলের জন্য স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশনের পয়েন্টম্যান মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘কয়েক ঘণ্টার মধ্যেই বাকি লাইনটিও চালু করা সম্ভব হবে বলে আশা করছি। ’
 
উল্লেখ্য, জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনটি বৃহস্পতিবার বিকেল ৪টায় কিশোরগঞ্জের গচিহাটা রেল স্টেশনের সিগন্যাল পয়েন্টে পৌছার পর ৩টি বগি লাইনচ্যূত হয়ে পড়ে। দুর্ঘটনার সময় আতংকিত হয়ে হুড়াহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের ১৫/২০ জন যাত্রী আহত হন।

এর পরপরই কিশোরগঞ্জ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।