ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন পরিসংখ্যান সচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

ঢাকা: আগামী দু’বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম। এছাড়াও প্রশাসনের কয়েকটি পদে রদবদল আনা হয়েছে।



বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিমকে চলতি বছর ১১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দু’বছর মেয়াদে একই পদে নিয়োগ দেওয়া হলো।

এছাড়া আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুল আউয়াল চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১২ জানুয়ারি ২০১১ থেকে পরবর্তী দু’বছর বাড়ানো হয়েছে।

এছাড়া ওএসডি উপ-সচিব মো. শহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে, ওএসডি উপ-সচিব মো. আলতাফ হোসেনকে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পদে ও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জসিম উদ্দিন আহম্মেদকে বিআরটিএ’র উপ-পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।