ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চবি’র ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে উপ-উপাচার্য ড. আলাউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) উপ-উপাচার্য ড. মো. আলাউদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্সবার্তায় তাকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।



ড. মো. আলাউদ্দিন সদ্য প্রয়াত চবি উপাচার্য ড.আবু ইউসুফ আলমের স্থলাভিষিক্ত হলেন। গত ২৮ নভেম্বর আবু ইউসুফ মারা যান।

ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পাবার কথা স্বীকার করে ড. মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, ‘বর্তমান পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমাকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ’

তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

বর্তমান সরকার মতায় আসার পর ২০০৯ সালের ২৪ এপ্রিল ড. মো. আলাউদ্দিন চবির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পান।

ড. মো. আলাউদ্দিন চবির রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।