bangla news

পৃথিবীর সব অপরাধের উৎস দুর্নীতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১২-০৯ ৮:২৭:২১ এএম

পৃথিবীর সব অপরাধের উৎস দুর্নীতি বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক।

ঢাকা: পৃথিবীর সব অপরাধের উৎস দুর্নীতি বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে চারুকলার সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মানুষের নীতি যখন দুর্নীতিতে পরিণত হয় তখনই তা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। দুর্নীতিবিরোধী দিবসে আমাদের দুর্নীতি নির্মূল করার শপথ নিতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী প্লাকার্ড এবং ফেস্টুন ব্যাবহার করে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-12-09 08:27:21